
ছবি : আপন দেশ
সাতক্ষীরায় খুলনা রোডস্থ শহীদ আসিফ চত্বরে অবস্থিত শেখ মুজিবের ভাস্কর্য ভাংচুর করছে ছাত্র জনতা। তার আগে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষুব্ধ ছাত্র-জনতানে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে দিতে সেখানে জড়ো হয়।
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেয়ার কথা ছিল গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এর প্রতিবাদেই ছাত্র-জনতা ৩২ নম্বরে জড়ো হওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক ধানমন্ডির সঙ্গে তালমিলিয়ে খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে অবস্থিত শেখ মুজিবের মোরাল ভাঙতে শুরু করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
এ সময় সময়ে ছাত্র-জনতার জ্বালো জ্বালো, আগুন জ্বালো; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার বিচার চাই, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা- ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে আসিফ চত্বর।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।