Apan Desh | আপন দেশ

‘সন্ত্রাসবাদের কাছে মাথা নত করে না শিবির’

রাঙ্গামাটি প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৩৮, ৬ ফেব্রুয়ারি ২০২৫

‘সন্ত্রাসবাদের কাছে মাথা নত করে না শিবির’

ছবি: আপন দেশ

শিবির কোনো অন্যায়, সন্ত্রাসবাদের কাছে মাথা নত করে না বলে মন্তব্য করেছেন, রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি)  দুপুরে ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

অধ্যাপক আব্দুল আলিম বলেন, একটি মঙ্গলজনক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী ছাত্রশিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য তিনি অভিভাবকদের অনুরোধ জানান যেন তাদের সন্তানদের শিবিরের পতাকাতলে নিয়ে আসে।

আমির বলেন, শিবিরের পতাকাতলে যারা আসবে তারা আদর্শ সন্তানে পরিণত হবে। দেশ, সমাজ ও পরিবারে অনন্য ভূমিকা রাখতে পারবে। শুধু তাই নয়, মৃত বাবা-মা ও স্বজনদের কবর জিয়ারত করে দোয়া করতে পারবে। দুনিয়া ও আখিরাতের শান্তির পথ হলো ছাত্রশিবির বলে যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ গত ১৫ বছর ধরে ছাত্রশিবিরকে নির্মূল করতে চেয়েছিলো। আজ পুরো দেশে শিবির ছড়িয়ে গেছে। ছাত্র সমাজ দলে দলে শিবিরের পতাকা তলে ঐক্যবদ্ধ হচ্ছে। কারণ শিবির ন্যায় ও ইনসাফের কথা বলে।

এর আগে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে ছাত্র সংগঠনটির নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

জেলা ছাত্রশিবিরের সভাপতি শহিদুল ইসলাম শাফির  সভাপতিত্বে এতে বক্তব দেন,  জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুনুর রশীদ, অ্যাডভোকেট আব্দুল সালাম।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হক, জেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহমত উল্লাহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি রবিউল ইসলাম।


আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়