
ছবি: আপন দেশ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ভূরুঙ্গামারী সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করে উপজেলা ছাত্রদল।
জানা গেছে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। এ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিতের দাবি জানান ছাত্রদল। পাশাপাশি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা। এজন্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা ছাত্রদল কর্তৃক ‘মার্চ ফর জাস্টিস’এবং প্রতিষ্ঠানের প্রধান বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়।
পরে র্যালি শেষে ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকারের কাছে একটি স্মারক লিপি দেয়া হয়।
এ সময় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মাইদুল হোসাইন, ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখার আহবায়ক মো. রোকুজ্জামান রনিসহ উপজেলা ছাত্রদল ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।