Apan Desh | আপন দেশ

আ.লীগের অপপ্রচারের প্রতিবাদে যুবদলের  বিক্ষোভ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪০, ৬ ফেব্রুয়ারি ২০২৫

আ.লীগের অপপ্রচারের প্রতিবাদে যুবদলের  বিক্ষোভ

ছবি: আপন দেশ

ময়মনসিংহের ভালুকায় আওয়ামী লীগের অপপ্রচার, সন্ত্রাস ও নৈরাজ্য বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

এ সময় তিনি বলেন, ফ্যাসিস্টদের দোসররা এখনও দেশে বিভিন্ন অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। এ দেশে স্বৈরাচার হাসিনার কোনো জায়গা হবে না। আমরা যুবদলের নেতৃত্বে প্রতিরোধ গড়ে তুলবো।

সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলাউদ্দিন মৃধা, আ. সাত্তার মাস্টার, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মজিবুর রহমান,  সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবির, ইলিয়াস আহাম্মেদ, যুবদল নেতা আলফাজ উদ্দিন মৃধাসহ অনেকে। 

এ সময় বক্তারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবি জানান।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়