
ছবি: আপন দেশ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে লাইসেন্স না থাকায় ৫টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার কাশিপুর ইউনিয়নের এমএসএইচ ব্রিকস, ডাব্লিউএএইচ ব্রিকস ও কেবি ব্রিকস, বড়ভিটা ইউনিয়নের এমএবি ব্রিকস এবং শিমুলবাড়ী ইউনিয়নের জেএমএস ব্রিকস ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
জানা যায়, ওই ভাটাগুলো পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে সম্পূর্ণ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছে এসব ভাটা মালিকরা। ফলে প্রশাসন এসব ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়ে তা ভেঙে গুড়িয়ে দেয়।
অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম ও জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম। এ সময় ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুম জানান, এর আগে এসব ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছিল। কিন্তু এর পরেও তারা কার্যক্রম বন্ধ করেনি। তাই বাধ্য হয়ে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদফতরসহ যৌথ অভিযান চালিয়ে অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।