Apan Desh | আপন দেশ

সাতক্ষীরায় শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর ছাত্র-জনতার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৩৬, ৬ ফেব্রুয়ারি ২০২৫

সাতক্ষীরায় শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর ছাত্র-জনতার

ছবি: আপন দেশ

সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছে ছাত্র-জনতা। 

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে সাতক্ষীরা হাতুরী দিয়ে ওই ম্যুরাল ভাঙচুর করে তারা। এ সময় ছাত্ররা বলেন, সাতক্ষীরার মাটিতে ফ্যাসিস্ট সরকারের কোনো মূর্তি থাকবে না। যেখানেই স্বৈরাচাররের চিহ্ন থাকবে, ভেঙে নিশ্চিহ্ন করে দেয়া হবে।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেয়ার পর সারাদেশে ছাত্র জনতা রাজপথে নেমে এসে শেখ মুজিবের সব ম্যুরাল ও আওয়ামী লীগের চিহ্ন মুছে ফেলার ঘোষণা দেয়। সেই ঘোষণায় সারাদেশে উত্তাপ ছড়িয়ে পড়ে। 

তারই ধারাবাহিকতায় সাতক্ষীরায় ছাত্রজনতা বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাতে শহরের বিভিন্ন পয়েন্টে থাকা শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুর করে। 

এদিকে সাতক্ষীরায় ছাত্রজনতার মধ্যে উত্তাপ্ত লক্ষ্য করা গেলেও পরিস্থিতি রয়েছে শান্ত। পুলিশ প্রশাসন রয়েছে সতর্ক অবস্থানে। 

জুলাই  বিপ্লবের ছাত্রনেতা আল ইমরান জানান, যারা জুলাই বিপ্লবে অংশ নিয়েছিলো- তারাই সাতক্ষীরায় স্বৈরাচারের দোসর শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো চিহ্ন রাখবে না। মুজিববাদ ও ব্যক্তিবাদের কোনো প্রতিকৃতি সাতক্ষীরাতে রাখা হবে না।

আপন দেশ/এমএস  
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়