
ছবি: আপন দেশ
সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলা শহরেরও বিভিন্ন স্থানে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ভাঙচুর কার্যক্রম চালান তারা।
জানা গেছে, কুড়িগ্রাম জেলা পরিষদ কার্যালয়, উপজেলা পরিষদ কার্যালয়, ডায়াবেটিক হাসপাতাল ও ত্রিমোহনী এলাকার বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর করে ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তারা আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার আহবায়ক আব্দুল আজিজ নাহিদ বলেন, আপামর জনতার চাওয়া বাস্তবায়ন হয়েছে। আমরা চাই আপনারা আমাদের পাশে থাকুন। আমরা কুড়িগ্রামের প্রত্যেকটি জায়গায় মুজিববাদের কবর দেবো।
সমন্বয়ক হাসান জিহাদি বলেন, এ ঘটনার মধ্য দিয়ে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলকে বার্তা দিতে চাই যে, তারা যেন আ. লীগের মতো স্বৈরাচারী আচরণ না করে। তাহলে কাউকে ছাড় দেয়া হবেনা।
উল্লেখ্য, পতনের ৬ মাসের মাথায় ফেসবুক লাইভে এসে শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে বুধবার (০৬ ফেব্রুয়ারি) রাতে ধানমণ্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরপর থেকে শুরু হয় সারাদেশে বঙ্গবন্ধুর ম্যুরালসহ আ.লীগের বিভিন্ন নেতাদের বাসভবনে ভাংচুর ও অগ্নিসংযোগ। তারই ধারাবাহিকতায় কুড়িগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে ফেলে।
কুড়িগ্রাম শহরের পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলাতেও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের খবর পাওয়া গেছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।