Apan Desh | আপন দেশ

গুঁড়িয়ে দেয়া হলো শামীম ওসমানের দাদার বাড়ি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪০, ৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:২৪, ৬ ফেব্রুয়ারি ২০২৫

গুঁড়িয়ে দেয়া হলো শামীম ওসমানের দাদার বাড়ি

ছবি: আপন দেশ

আওয়ামী লীগের স্মৃতিবিজড়িত ‘বায়তুল আমান’ বাড়িটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। বাড়িটি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের দাদা খান সাহেব ওসমান আলীর মালিকানাধীন ছিল।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহানগর বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে চাষাড়ায় জড়ো হন। এরপর এক্সকাভেটর দিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেও হয়। এর আগে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বাড়িটির ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। 

১৯৩৯ সালে নির্মিত বায়তুল আমানের সামনের অংশ এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ সময় রাস্তাজুড়ে প্রচুর উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণ করে। এতে চাষাড়া মোড়ে, নারায়ণগঞ্জ লিংক রোড-পঞ্চবটি সড়কসহ পুরো শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

বাড়িটি গুঁড়িয়ে দেয়ার সময় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সাচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, শেখ মুজিবের ৩২ নম্বরের বাড়ি ভেঙেছে জনগণ। আমরা তারই ধারাবাহিকতায় শেখ মুজিবের ম্যুরাল বা ছবি ভেঙে দিচ্ছি। এটি নারায়ণগঞ্জবাসীর দীর্ঘ দিনের দাবি। যেখানে আওয়ামী লীগ ও শেখ মুজিবের কোনো ছবি বা স্মৃতিচিহ্ন আছে সবগুলো ভেঙে ফেলা হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়