
ছবি: আপন দেশ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশী যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশের অভ্যন্তরে খলিশাকোঠাল সীমান্তে ওই যুবককে আটক করে। ওই যুবকের নাম নয়ন মিয়া (২৬)। তিনি ঢাকা জেলার হাতিরঝিল থানার ব্যাগোটিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।
বিজিবি সূত্র জানায়, লালমনিরহাট ১৫ বিজিবির অধীন বাংলারহাট ক্যাম্পের টহলরত নায়েক সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে এক দল বিজিবি খলিশাকোঠাল সীমান্তে টহল দিচ্ছিলেন। এ সময় নয়ন মিয়াকে অবৈধ অনুপ্রবেশের সময় আটক করেন তারা। পরে সন্ধ্যা ৭টায় আলমগীর হোসেন আটক যুবককে ফুলবাড়ী থানায় সোপর্দ করে।
আটক নয়ন মিয়া বলেন, তিন বছর আগে কাজের সন্ধানে কুমিল্লা সীমান্ত দিয়ে ১০ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে ভারতে যান। ভারতের তিন বছর বিভিন্ন জায়গায় কাজ করেন। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা সীমান্ত দিয়ে ১২ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি আমাকে আটক করে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, সন্ধ্যায় বিজিবি বাংলাদেশি এক যুবককে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।