
জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান
পলাতক ফ্যাস্টিস সরকারের সাবেক এমপি শামীম ওসমানকে নারায়ণগঞ্জের ‘গডফাদার’বলে উল্লেখ করেছেন জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
জেলাবাসীর উদ্দেশে তিনি বলেন, নারায়ণগঞ্জের গডফাদার কোথায়? যিনি আমাদের একজন আমিরকে বলেছিলেন তার প্রবেশ নিষেধ। সাইনবোর্ডও টানিয়ে রেখেছিলেন।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা শহরের ইসদাইর এলাকার ওসমানী পৌর স্টেডিয়ামে জনসভায় এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।
জামায়াত আমীর বলেন, সেই গডফাদার একটি সভায় ডিসি-এসপিকে উদ্দেশ করে বলেছিলেন, আমার নামে অগ্রিম মামলা করে রাখেন। আমি অধ্যাপক গোলাম আযমকে হত্যা করতে চাই। অধ্যাপক গোলাম আযম অত্যাচার-নির্যাতন সহ্য করে মৃত্যুবরণ করেছেন। কিন্তু গডফাদারের সুযোগ হয়নি খুন করার।
অহংকার ভালো জিনিস নয়। দুনিয়াতেই করুণ পরিণতি ভোগ করতে হয় মন্তব্য করে ডা. শফিকুর রহমান বলেন, আজ সেই গডফাদার কোথায় আছেন। নারায়ণগঞ্জবাসী যুগ যুগ ধরে কষ্টে আছেন। এ জেলাকে সন্ত্রাসের রাজধানী বানিয়ে রেখেছিল ওই গডফাদার।
সভায় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণ আমীর নূরুল ইসলাম বুলবুল, নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা জামায়াত আমীর মমিনুল হক সরকার ও মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।