
কাচঁপুর হাইওয়ে থানা
নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর ঢালে বাস-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ ৩ জন নিহত হয়েছে। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরও দুজন।
কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ সড়ক দুর্ঘটনায় এ হতাহততের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, অটোরিকশাচালক ও রংপুরের পীরগাছা উপজেলার সুকানপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে আনিসুর রহমান (২৩),গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কাকলী আক্তার (৩৫) ও তার ছেলে আরিয়ান আহাম্মেদ রাফির (৫) বাড়ি ।
নিহত কাকলী বেগম কাঁচপুর এলাকায় পোশাক কারখানায় কাজ করতেন।
ওসি আরও জানান, শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থেকে উল্টোপথে অটোরিকশা আসার সময় কাচঁপুরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
খবর পেয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনায় কবলিত বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।