Apan Desh | আপন দেশ

এভাবে আর কতদিন প্রশ্ন জনপ্রশাসন সচিবের

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৪, ৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৪৬, ৭ ফেব্রুয়ারি ২০২৫

এভাবে আর কতদিন প্রশ্ন জনপ্রশাসন সচিবের

সিনিয়র সচিব মোখলেস উর রহমান

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেছেন, পুলিশকে ট্রমাটাইজেশন থেকে তুলে এনে মোরালি আপ করতে হবে। তাদের সাহস দেয়ার জন্য আর্মি আনা হয়েছে। আর আর্মিকে সাহস দিতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে। 

তিনি বলেন, এভাবে আর কতদিন? মানুষকে স্বাভাবিক করতে হবে। সমস্যা ছিল, আছে এবং থাকবে। এটাকে মিনিমাইজ করতে হবে, সমস্যা সমাধান করতে হবে। আর এ সমাধানের একমাত্র প্রতিষ্ঠান হলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনেস্ট্রেশন।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রংপুর স্টেডিয়ামে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জনপ্রশাসন সচিব। বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনেক দেশের প্রধানমন্ত্রী-প্রেসিডেন্ট বয়সে তরুণ। এতে আমাদের আশ্চর্য হওয়ার কিছু নেই মন্তব্য করে মোখলেস উর রহমান বলেন,  তরুণরাই অনেক কিছু করেছে এবং  করবে। এটাই সত্য। এখন বয়স্কদের ছাড় দিতে হবে, ইয়ুথদের নেতৃত্বই মানতে হবে। এখন আমাদের মতো বয়স্কদের ছাড় দিয়ে যুবকদের নেতৃত্ব মানতে হবে। 

আমরা বয়স্ক যারা অনেক কিছু দাবি করি, আমাদের দাবি উইথড্রো করতে হবে। ১৬ বছর বয়সে আমরা কিছু করতে পারিনি। সামনেও সুযোগ নাই। যারা করেছে তাদেরকে করার সুযোগ করে দিতে হবে।

সিনিয়র সচিব এ সচিব আরও বলেন, ব্রিটিশ আমলে যখন সিভিল সার্ভিসের জন্ম হয়, সেসময় চাকরিতে ঢোকার বয়স ছিল ১৯। আর আমরা এটাকে ৩২ এ নিয়ে গেছি। এখনও বলা হয় ৩৫ করা হোক।  কেউ যদি ১৯ বছর বয়সে ব্যারিস্টার হতে পারে, তাহলে আমরা কেন এ বয়সে আড্ডা মারবো।

তিনি বলেন, পীরগঞ্জে শুকনো জায়গায় মেরিন একাডেমি করা হয়েছে। এটা যদি ভালোভাবে না চলে তাহলে অন্য কিছু করতে হবে। পীরগঞ্জে আমরা ভোকেশনাল ইনস্টিটিউট করার পরিকল্পনা করেছি।

রংপুরকে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী চেনে এমন মন্তব্য করে জনপ্রশাসন সচিব বলেন, এখানে শুয়ে আছেন জুলাই বিপ্লবের মহানায়ক শহীদ আবু সাঈদ। জুলাই বিপ্লবের পর ৩/৪ দিন দেশে যখন সরকার ছিলো না, তখন দেশ ছাত্ররাই চালিয়েছে। আপনারা চালিয়েছিলেন। কিন্তু তখন সেই লেবেলের কোনও অপরাধ হয়নি। রাস্তায় ট্রাফিক ছিল না। কাজেই এগুলোকে মূল্যায়ন করতে হবে। এগুলোকে স্ট্রাকচারাল মর্যাদা দিতে হবে। ভবিষ্যতে যুবকরা নেতৃত্বে আসছে এটা মানতে হবে।

রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এ কে এম আব্দুল্লাহ খান, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলীসহ অন্য কর্মকর্তারা।

এ সময় রংপুর বিভাগের আট জেলার প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। পরে জনপ্রশান সচিব বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়