Apan Desh | আপন দেশ

কোনো ষড়যন্ত্রই বিএনপিকে দমাতে পারবে না: তুহিন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৭, ৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:০০, ৭ ফেব্রুয়ারি ২০২৫

কোনো ষড়যন্ত্রই বিএনপিকে দমাতে পারবে না: তুহিন

ছবি: আপন দেশ

দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে, বিশেষ করে বিএনপির বিরুদ্ধে এ ষড়যন্ত্র চলছে বলে উল্লেখ করেছেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। 

তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই বিএনপিকে দমাতে পারবে না। রাজপথে অবস্থান করেই তার সমুচিত জবাব দেয়া হবে।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলার গোয়ারী ভাওয়ালীয়া বাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি।

সমাবেশে সভাপতিত্ব করেন বিরুনীয়া ইউনিয়নের কৃষক দলের আহবায়ক কৃষিবিদ শাহ নেওয়াজ সেলিম।  

এ সময় বক্তব্য দেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি বাসার আকন্দ, সাবেক এমপি মোশারফ হোসেন, সহ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডন, রিয়াজ উদ্দিন রিয়াজ, কেন্দীয় কমিটির প্রচার সম্পাদক শামছুর রহমান শামস, সহ সাংগঠনিক সম্পাদক মাজাহার, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মাসুদ রানা, ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের আহবায়ক এনামুল আকন্দ লিটন, সদস্যসচিব নাজিম উদ্দিন খান নাজিম, ভালুকা কৃষক দলের আহবায়ক তারিকুল ইসলাম তারু ও সদস্যসচিব মেজবাহ উদ্দিন মাসুদসহ উপজেলার বিভিন্ন পর্যায়োর নেতারা।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়