Apan Desh | আপন দেশ

চ্যালেঞ্জ করছি, দুর্নীতির মামলা হবে না: রুমী

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৪, ৭ ফেব্রুয়ারি ২০২৫

চ্যালেঞ্জ করছি, দুর্নীতির মামলা হবে না: রুমী

সৈয়দ মেহেদী আহমেদ রুমী

বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা ও কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেছেন, এখানে যেমন চ্যালেঞ্জ করা হয়েছে। আমিও দুর্নীতির সঙ্গে চ্যালেঞ্জ করলাম যতো মামলায় হোক, দুর্নীতির মামলা আমার বিরুদ্ধে হবে না, হতে দিব না ইনশাআল্লাহ। 

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়ার জিমন‍াস্টিক ক্লাবের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপরসনের উপদেষ্টা ।

মেহেদী আহমেদ রুমী বলেন,গত ১৬ বছর জেলা বিএনপির প্রেসিডেন্ট ছিলাম। এখনও কেন্দ্রে আছি, কয়েকবার এমপি ছিলাম। আজকাল দেখেন পত্র-পত্রিকায় কাগজে পত্রে দেখা যায় এ লুট করেছে, সে লুট করেছে। অমুক করেছে, তমুক করেছে। বাড়িঘর-জমিজমা দখল করেছে। টাকা পয়সা লুট করেছে। 

তিনি আরও বলেন, আমরা তিনবার এমপি ছিলাম, আমাদের বিরুদ্ধে ৩২টি মামলা আছে। কিন্তু একটাও দুর্নীতির মামলা আমাদের নামে নাই। দুর্নীতি করবো না, দুর্নীতির মামলাও হতে দিব না,এ কাজ আমরা করবো।

সভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহবার উদ্দিন। 

জিমন‍াস্টিক ক্লাবের আহবায়ক মেজবা-উর- রহমান পিন্টুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক আব্দুল লতিফ শেখ, কুষ্টিয়া জজ কোর্টের বিশেষ পিপি শামিমুল হাসান অপু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার প্রমুখ। 

অনুষ্ঠান পরিচালনা করেন জিমন‍াস্টিক ক্লাবের সদস্য সচিব কামাল উদ্দিন।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়