
ছবি : আপন দেশ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (৮ জানুয়ারি) ভোরে উপজেলার আহসানমারা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আলীনূর (৩২) ও জমির হোসেন (৩০)। তারা দু’জনেই সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্য ছেড়ে যাওয়া একটি যাত্রবাহী বাস ও একটি যাত্রীবাহী সিএনজি আহসানমারা সেতুর পাশে গেলে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা চালকসহ ৫ জন গুরুতর আহত হন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ারসার্ভিসের টিম তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জমির ও নূরকে মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আকরাম আলী জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুর রশিদ সরকার বলেন, সড়ক দুর্ঘনায় ২ জন নিহত হয়েছেন। অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়েছেন। লাশ ময়নাতদন্ত শেষে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে পরবর্তীতে আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।