Apan Desh | আপন দেশ

যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে পালাল অস্ত্রধারীরা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫১, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৫১, ৮ ফেব্রুয়ারি ২০২৫

যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে পালাল অস্ত্রধারীরা

ছবি: আপন দেশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে মিজানুর রহমান (৩৯) নামে এক যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মিজানুর রহমান বজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চাঁদপুর গ্রামের মৃত মোহাম্মদ উল্যার ছেলে। তিনি একই ইউনিয়ন যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাটি কাটা নিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের কতিপয় যুবকের সঙ্গে মিজানুরের বিরোধ দেখা দেয়। এনিয়ে মিজানুরের লোকজন প্রতিপক্ষের জহির নামে এক ছেলেকে মারধর করে। ওই ঘটনার জের ধরে শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন মিজানের অটোরিকশার গতিরোধ করে তার ওপর হামলা চালায়। এ সময় তারা মিজানুরের বুকে ও পায়ে গুলি করে পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, জহির ও মিঠু নামে দুই যুবকের নেতৃত্বে এ হামলা চালানো হয়। তারাও বিএনপির রাজনীজির সঙ্গে জড়িত।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক কামাল বলেন, মিজানুর আমার সঙ্গে জেলে ছিল। তবে তিনি কোন পদে আছে আমার জানা নেই। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিজানুর গুলিবিদ্ধ হয়েছে শুনেছি। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে আমি জানি না।

সোনাইমুড়ী থানার ওসি মোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিবদর্শন করে। প্রাথমিক ভাবে জানা যায়, মাটি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

আপন দেশ/এমসএস 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়