Apan Desh | আপন দেশ

বিপুল পিরমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১৩৯

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৬, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৩১, ৮ ফেব্রুয়ারি ২০২৫

বিপুল পিরমাণ মাদক উদ্ধার, গ্রেফতার ১৩৯

ছবি: আপন দেশ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত এক বছরে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ ১৩৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় ১২৬টি মাদক মামলা দায়ের করা হয়। ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত বছরের জানুয়ারি থেকে থেকে ডিসেম্বর পর্যন্ত উপজেলাজুড়ে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় ২৮১ কেজি ৭০ গ্রাম  গাঁজা , ১ হাজার ৩৬৬ পিস ফেনসিডিল, ৩ হাজার ৪৫৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২৮ বোতল মদ, ১ হাজার ৪৬৩ পিস স্ক্যাপ সিরাপ, ১১ গ্রাম হেরোইন ও ৯৯ পিস  ট্যাপেন্টাডল জব্দ করা হয়। 

এছাড়া এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১২৬টি মামলায় ১৩৯ জন মাদক চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।

ওসি জানান, প্রতিদিনই আমাদের মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে ও চলবে। স্থানীয় জনপ্রতিনিধিসহ সমাজের সচেতন মানুষ যদি পুলিশ বাহিনীকে সহযোগিতা করতেন। পাশাপাশি সীমান্তে বিজিবি মাদকসহ অবৈধ পণ্য সামগ্রী প্রবেশের ব্যাপারে তৎপর হতো। তাহলে এ উপজেলা থেকে চিরতরে  মাদক নির্মূল করা সম্ভব বলেও জানান তিনি।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়