Apan Desh | আপন দেশ

গাজীপুরে আন্দোলনের মুখে ওসি বরখাস্ত, গ্রেফতার ১৬

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০১, ৮ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরে আন্দোলনের মুখে ওসি বরখাস্ত, গ্রেফতার ১৬

ছবি: আপন দেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরখাস্ত হয়েছেন গাজীপুরের সদর থানার ওসি আরিফুল ইসলাম। শনিবার (০৮ ফেব্রুয়ারি) ছাত্র-জনতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। 

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার রাতে যে ঘটনাটি ঘটেছে, তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমরা ব্যর্থতা স্বীকার করছি। হামলাকারী কাউকে ছাড়া হবে না। প্রতিটি হামলার জবাব দেয়া হবে। যেসব পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ‘জড়িত’ আ ক ম মোজাম্মেল, রাসেল ও জাহাঙ্গীরসহ আওয়ামী দোসর ও হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।  দুপুরে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে তারা এ দাবি জানান।

তিনি বলেন, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই, যারা এ ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করবে, তাদেরকে পুলিশে চাকরি করতে দেয়া যাবে না। এতদিনে যে ফ্যাসিবাদ পুলিশ তৈরি হয়েছে, সে ফ্যাসিবাদ থেকে পুলিশ বের হয়ে আসতে হবে। জনগণের পুলিশ হতে হবে। আপনারা কষ্ট করে এসেছেন, আপনারা জনগণের নিরাপত্তার জন্য এসেছেন, গত ১৭ বছর যাবৎ আপনাদের অন্যায়ভাবে অত্যাচার করেছে, এ দেশের ওপর জুলুম করেছে এখন মাথা চাড়া দিচ্ছে, তাদের এ মাথা চাড়া কোনোভাবে বরদাস্ত করা হবে না। 

তিনি আরও বলেন, আমরা এ ঘটনায় ইতোমধ্যে ১৬ জনকে গ্রেফতার করেছি। আজকে রাতে চিরুনি অভিযান হবে, এ চিরুনি অভিযানের মাধ্যমে প্রত্যেকটি অপরাধীকে আমরা খুঁজে বের করব।বং আইনের আওতায় নিয়ে আসব ইনশাআল্লাহ।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়