Apan Desh | আপন দেশ

গাজীপুরে আন্দোলনকারীর ওপর গুলি 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২১, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৪১, ৮ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরে আন্দোলনকারীর ওপর গুলি 

দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত শিক্ষার্থী।

গাজীপুরে ডিসি কার্যালয়ের সামনে আন্দোলনকারী এক ছাত্রকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ গুলি করা হয়।

গুলিবিদ্ধ ওই যুবকের নাম মোবাশশির হোসাইন। তিনি গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোগী।

মোবাশশির হোসাইন জানান, তাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণার পর আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি তার ডান হাতে এসে লাগে।

আরও পড়ুন>>>গাজীপুরে আন্দোলনের মুখে ওসি বরখাস্ত, গ্রেফতার ১৬

তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাজীপুরের পুলিশ সুপারকে তিনি বিষয়টি জানিয়েছেন। পুলিশ আসলে তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা এ গুলি ছুড়েছে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়