Apan Desh | আপন দেশ

গণঅভ্যুত্থানে আহতদের অর্থ সহায়তা রাঙ্গামাটি ডিসির 

রাঙ্গামাটি প্রতিনিধি 

প্রকাশিত: ২০:২৯, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:৩১, ৮ ফেব্রুয়ারি ২০২৫

গণঅভ্যুত্থানে আহতদের অর্থ সহায়তা রাঙ্গামাটি ডিসির 

ছবি: আপন দেশ

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা দিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুল্লাহ।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) লংগদু উপজেলায় জুলাই বিপ্লবে আহতদের এ সহায়তা প্রদান করেন তিনি।

এদিন জেলা প্রশাসক উপজেলায় আন্দোলনে আহত ছাত্র মো. ইমরানকে চিকিৎসার জন্য ৮০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেন। ইমরান ঢাকায় জুলাই বিপ্লবে আন্দোলনরত অবস্থায় আহত হয়েছিলেন।

এছাড়া জেলা প্রশাসক আহত আরও তিনজনকে নগদ আর্থিক সহায়তা করেন।

এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদের মিলনায়তনে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিয় সভা করেন। 

এ সময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কফিউল উদ্দীন মাহমুদ,  অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা পরিষদের সদস্য মিনহাজ তৌকিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়