Apan Desh | আপন দেশ

তারুণ্যের উৎসবে সাইক্লিং প্রতিযোগিতা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৬, ৯ ফেব্রুয়ারি ২০২৫

তারুণ্যের উৎসবে সাইক্লিং প্রতিযোগিতা

ছবি : আপন দেশ

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী চলছে 'তারুণ্যের উৎসব ২০২৫'। এ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আহবানে সাতক্ষীরায় সাইক্লিং প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস। 

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি।

সাতক্ষীরা জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের বাইপাস, সাতক্ষীরা মেডিকেল কলেজ হয়ে খুলনা রোড মোড়ে গিয়ে এ প্রতিযোগিতা শেষ হয়। ১২ কিলোমিটার দীর্ঘ এ রেসে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

প্রতিযোগিতা শেষে জেলা স্টেডিয়ামে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়। মোট ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়, পাশাপাশি সকল অংশগ্রহণকারীদের মাঝেও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য তৈয়েব হাসান  বাবু, মোফাসসিনুল ইসলাম তপু, সাংবাদিক জিল্লুর রহমান, মোহিনী তাবাসসুম ও সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জয়ন্ত সরকার, 

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, সফলতার জন্য নৈতিকতা অপরিহার্য। সুস্থ ও সবল জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই। দেশ গঠনে তরুণদের ভূমিকা অনস্বীকার্য। খেলায় হার-জিত থাকবে, তাই প্রতিযোগিতাকে খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে গ্রহণ করতে হবে।

সাতক্ষীরায় আয়োজিত এ সাইক্লিং প্রতিযোগিতা তরুণ সমাজকে উৎসাহিত করেছে এবং সুস্থ ও ক্রীড়ামুখী জীবনধারার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি করেছে। 'তারুণ্যের উৎসব ২০২৫'-এর অংশ হিসেবে এমন আয়োজন প্রশংসিত হয়েছে সর্বমহলে।

সমগ্র প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন ধারাভাষ্যকার অলিউল ইসলাম।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়