Apan Desh | আপন দেশ

আ.লীগ নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় মশাল মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৯, ৯ ফেব্রুয়ারি ২০২৫

আ.লীগ নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় মশাল মিছিল

ছবি: আপন দেশ

গাজীপুরে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদ ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় মশাল মিছিল হয়েছে। 

রোববার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা শহরের শহীদ আসিফ চত্বর থেকে মিছিলটি বের হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এ মশাল মিছিল হয়।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা শাখার আহ্বায়ক মো. আরাফাত রহমান ও যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন। মিছিলে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও অংশ নেন।

মিছিল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়— ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘এক দফা, এক দাবি—ফ্যাসিবাদ নিপাত যাক’, ‘মুজিববাদ নিপাত যাক’।

বক্তারা বলেন, আওয়ামী লীগ দেশজুড়ে নৈরাজ্য সৃষ্টি করছে। গাজীপুরে ছাত্রদের ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও ‘গণহত্যাকারী দল’ হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়