
ছবি: আপন দেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রোববার (০৯ ফেব্রুয়ারি) ডি ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদের ছাত্রীদের পরীক্ষার মধ্য দিয়ে প্রথম দিন শুরু হয়। তবে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের কারণে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
রোববার সকাল ৯টা থেকে প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়। সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত সাভার থেকে নবীনগর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এতে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। কেউ কেউ ১৫-২০ মিনিট দেরিতে পরীক্ষা হলে প্রবেশ করেন। আবার অনেকে যানজটে আটকে থেকে পরীক্ষাই দিতে পারেননি।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, পূর্বনির্ধারিত সময়ে রওনা দিলেও তীব্র যানজটের কারণে সময়মতো আসতে পারেন নি। অনেকে সাভার থেকে গাড়ি থেকে নেমে প্রায় দুই-তিন কিলোমিটার হেঁটে বিশ্ববিদ্যালয়ে পৌঁছান।
নারায়ণগঞ্জ থেকে আসা এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, গাড়ির জ্যামের কারণে আমরা ৯টায় শুরু হওয়া পরীক্ষায় পৌঁছাতে পারিনি। এখন বাজে ৯টা ৪৫ মিনিট কীভাবে পরীক্ষার সুযোগ পাব?
ভর্তি পরীক্ষার স্বেচ্ছাসেবক মোহাম্মদ আলী চিশতী বলেন, গত কয়েক বছরে এমন যানজট দেখিনি। অনেক শিক্ষার্থীর স্বপ্ন আজ মহাসড়কের যানজটে আটকে গেছে।
অনেক অভিভাবক পরীক্ষার সুযোগ চেয়ে আকুতি জানান। কেউ কেউ কেঁদে কেঁদে পরীক্ষার সুযোগ চান। এক শিক্ষার্থী বলেন, আমি ৫ কিলোমিটার হেঁটে এসেছি। ৩০ মিনিট দেরি হয়েছে। এখন কি ভালোভাবে পরীক্ষা দিতে পারবো?
এ বিষয়ে জানতে চাইলে সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, আজকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সাভার থেকে নবীনগর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। আমরা যানজট নিরসনে ট্র্যাফিক পুলিশ ডিপ্লয় করেছিলাম। তারা সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন। আগামীকাল থেকে কীভাবে আরো কার্যকর ভাবে যানজট নিরসন করা যায় সে ব্যাপারে আমাদের সভা ডাকা হয়েছে। আগামীকাল থেকে মহাসড়কে সেনাবাহিনী উপস্থিত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা ভর্তি পরীক্ষা শুরুর আগেই পুলিশ প্রশাসন ও হাইওয়ে পুলিশকে যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণের জন্য জানিয়েছিলাম। আজ সন্ধ্যা সাড়ে সাতটায় সমন্বিত সভা আছে একটি। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত থাকবেন। আশা করি আগামীকাল থেকে আর কোনো সমস্যা থাকবেনা।
বিশ্ববিদ্যালয়ের গেইটগুলোতে অটোরিকশার উপস্থিতির বিষয়ে তিনি বলেন, আমরা এ বিষয়ে অবগত ছিলাম না। বিষয়টি জানানোর জন্য ধন্যবাদ। কাল থেকে আমরা এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।