
ছবি: আপন দেশ
টাঙ্গাইলের ভূঞাপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাতে পৌরসভার বাসস্ট্যান্ড চত্বরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ভূঞাপুর উপজেলার কুঠিবয়ড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে মামুন সরকার (৪৫), কাগমারীপাড়া গ্রামের ইকিন আলীর ছেলে মানিক (৩৮), নূরুল ইসলামের ছেলে ফরিদ মিয়া (২৫), ঘাটান্দী গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে খন্দকার রুবেল (৩৫), হাবিবুরের ছেলে মঞ্জুরুল (৪৩), বরকপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে শিপন (২৪), কুকাদাইর গ্রামের মৃত সোলাইমানের ছেলে আল আমিন (৪২), গোবিন্দাসী গ্রামের মৃত কানচুর ছেলে লতিফ (৪৫), ডিগ্রির চর গ্রামের মৃত আজগর আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫), পাশের গোপালপুর উপজেলার জয়নগর আবুল মেম্বারের ছেলে গোলাপ (৪৫) ও জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পিংনা গ্রামের দোলোয়ার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৮)।
ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জুয়াড়িদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, জুয়ার আসর পরিচালনার অভিযোগে আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।