Apan Desh | আপন দেশ

অস্ত্র ঠেকিয়ে বালুঘাটে ডাকাতি

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩০, ১০ ফেব্রুয়ারি ২০২৫

অস্ত্র ঠেকিয়ে বালুঘাটে ডাকাতি

ছবি : আপন দেশ

কুষ্টিয়ার কুমারখালীতে আগ্নেয়াস্ত্রের মুখে জিম্মি করে বালুরঘাটে ১লক্ষ টাকা ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। রোববার (০৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের জিলাপীতলা গড়াই নদী ঘাটে এ ঘটনা ঘটে। 

ডাকাতি শেষে ডাকাতদল ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে চলে যায় বলে জানিয়েছেন স্থানীয় জনতা। এদিকে এঘটনায় গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন উৎসুক এলাকাবাসী।

এ বিষয়ে বালুরঘাটির ব্যবস্থাপক এনামুল হোসেন বলেন, রাত সাড়ে ৯টার দিকে তিনটি মোটরসাইকেলে ৯জন অজ্ঞাত ব্যক্তি ঘাটে আসেন। তাদের মাথায় হেলমেট পড়া এবং হাতে শর্টগান ছিল। সেসময় তারা মাথায় অস্ত্র ঠেকিয়ে আমাদের জিম্মি করে ড্রয়ারে থাকা প্রায় ৯০হাজার থেকে ১লক্ষ টাকা নিয়ে দ্রুত চলে যায়। যাওয়ার সময় ডাকাতদলের সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন এলাকায়।

তিনি আরও বলেন, প্রায় দুই কোটি টাকা দিয়ে পাউবো থেকে এ বালুরঘাট ইজারা নেয়া হয়েছে। মূলত বালুরঘাট দখল নেয়ার জন্য এঘটনা ঘটতে পারে। এঘটনায় থানায় মামলা করবেন বলেও জানান তিনি। 

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, স্থানীয়দের দেয়া খবরে জিলাপীতলা বালুরঘাটে গুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে পুলিশ। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়