Apan Desh | আপন দেশ

বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল দম্পতির 

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩০, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৩:৫৬, ১০ ফেব্রুয়ারি ২০২৫

বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল দম্পতির 

ছবি : আপন দেশ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বলুয়ারদিঘীর পশ্চিম পাড়ে জাফর সওদাগর কলোনির একটি কাঁচা বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শ্বাসরোধ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৪০ মিনিটের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আগুনে মৃত ব্যক্তিরা হলেন-- মো. ইলিয়াস (৫৫) এবং তার স্ত্রী পারভীন আক্তার (৪৮)। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সকালে জাফর কলোনিতে একটি আধা-পাকা বাড়িতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সকাল সাড়ে ৮টার দিকে আগুন নেভানো হয়। ৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

আগুনে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে- বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত তিনজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তাদের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়