Apan Desh | আপন দেশ

তারুণ্যের উৎসবে সাঁতার প্রতিযোগিতা

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৩, ১০ ফেব্রুয়ারি ২০২৫

তারুণ্যের উৎসবে সাঁতার প্রতিযোগিতা

ছবি : আপন দেশ

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’  স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে ক্রীড়া পরিদফতরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় সাতক্ষীরায় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে এ উৎসব শেষ হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ আল মুস্তানছির বিল্যাহ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন সিদ্দীকা, সরকারি কলেজের বিএনসিসির কনটিজেন ২ লে: মো. ছানোয়ার হোসেন প্রমুখ।  এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মুফাচ্ছিনুল ইসলাম তপু, ক্রীড়া শিক্ষক জাহিদ হাসান, রেফারি রফিকুল ইসলাম প্রমুখ। 

বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, ফজলুর রহমান ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য মো. আলতাপ হোসেন প্রমুখ। 

চারটি গ্রুপে বিভিন্ন ইভেন্টে সাঁতার প্রতিযোগিতায় শতাধিক সাঁতারু অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী সাঁতারুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়