Apan Desh | আপন দেশ

মহাসড়কের পাশে মিলল যুবকের মরদহ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪১, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০২৫

মহাসড়কের পাশে মিলল যুবকের মরদহ

ছবি: আপন দেশ

টাঙ্গাইলের বাসাইল উপজেলা থেকে অভিজিত কুমার (২৬) নামে এক যুবকর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অভিজিত কুমার সিরাজগঞ্জের কাজিপুর উপজলার পাঁচগাছি গ্রামের রিপন চন্দ্র সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এদিস সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় নিহতের প্যান্টের পকেটে থাকা জন্ম সনদ ও সার্টিফিকেট দেখে তার পরিচয় শনাক্ত করা হয়।

বাসাইল থানার ওসি জালাল উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে তার পরিচয় শনাক্ত না করা যায়নি। পরে তার প্যান্টের পকেটে থাকা কাগজ দেখে পরিচয় শনাক্ত করা হয়।  

ওই এলাকার চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে নিহত যুবকের পরিবারকে খবর দেয়া হয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপন দেশ/এমএস 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়