
ছবি: আপন দেশ
দিনাজপুরে বিজিবির অভিযানে উদ্ধারকৃত ৯ কোটি ৬২ লাখ ৪৭ হাজার ২৮০ টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে।
রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটেলিয়ান কার্যালয়ে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিবি রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ মিজানুল হক, জয়পুরহাট বিজিবির ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ, দিনাজপুর ৪২ বিজিবির ব্যাটালিয়ন লে. কর্নেল মো. আহসান উল ইসলাম, ফুলবাড়ী ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল এবিএম জাহিদুল করিম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা, সাংবাদিকসহ বিজিবির উচ্চ ও নিম্ন পদস্থ কর্মকর্তা ও সদস্যরা।
বিজিবি জানায়, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকায় ফুলবাড়ী ২৯ ও দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা গত এক বছর চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় বিদেশি মদ, গাঁজা , ফেনসিডিল, নেশা জাতীয় ইনজেশন, মদ তৈরির ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করে গুদামে সংরক্ষিত ছিল।
রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ফুলবাড়ী ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।