Apan Desh | আপন দেশ

শেখ হাসিনাকে হত্যাচেষ্টায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ বিএনপি নেতার মুক্তি

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৩, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০২৫

শেখ হাসিনাকে হত্যাচেষ্টায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ বিএনপি নেতার মুক্তি

জাকারিয়া পিন্টু

পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ ৩ নেতাকর্মী কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

রোববার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলা কারাগার থেকে মুক্তি পান তারা। এ সময় জেল গেটে নেতাকর্মীদের পদচারণায় ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। মুক্তিপ্রাপ্ত বাকি দুজন হলেন, ঈশ্বরদী পৌর বিএনপি নেতা শহিদুল ইসলাম অটল ও যুবদল নেতা মোস্তফা নুরে আলম শ্যামল।

পরে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসানের নেতৃত্বে পিন্টুসহ নেতাকর্মীদের নিয়ে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন কারামুক্ত ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।

তিনি সাংবাদিকদের বলেন, এটি ছিল সম্পূর্ণ ভুয়া মামলা। তৎকালীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ গ্রুপিং এর কারণে সেই গণ্ডগোল হয়েছিল। সেখানে আমরা স্যাবোটাজ হয়ে গেছি, যেভাবেই হোক। পরে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর উদ্দেশ্যে প্রণোদিতভাবে বিএনপির ৫২ জন নেতাকর্মীকে জড়িয়ে মামলাটি করেছিল। 

উল্লেখ্য ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে যোগ দিতে ট্রেনে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন। ট্রেনটি পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে ঢোকার সময় ট্রেনবহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

সে সময় ওই ঘটনায় ঈশ্বরদী জিআরপি (রেলওয়ে পুলিশ) থানার তৎকালীন ওসি নজরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন। মামরায় পৌর বিএনপির নেতা জাকারিয়া পিন্টুসহ সাতজনকে আসামি করা হয়।
 
জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জানান, খালাসপ্রাপ্ত নেতাদের মধ্যে ৩০ জন হাইকোর্টের রায় ঘোষণার আগে জামিনে মুক্তি পেয়েছেন। মৃত্যুদন্ডপ্রাপ্তদের মধ্যে পাবনা কারাগারে ছিলেন জাকারিয়া পিন্টুসহ তিনজন। তারা সোমবার (১০ ফেব্রুয়ারি) মুক্তি পান। এছাড়া রাজশাহী ও ঢাকার কেরানীগঞ্জ কারাগারে থাকা বাকি নেতারা মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মুক্তি পাবেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়