
ছবি: আপন দেশ
রাঙ্গামাটিতে তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রিয়ারী) জেলা প্রশাসন ও জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ আয়োজনে জিমনেসিয়াম প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ।
এ সময় তিনি বলেন, তথ্য অধিকার আইন হলো- এমন একটি আইন, যেটি রাষ্ট্রের জনগণ আমাদের উপর প্রয়োগ করে থাকে। আর অন্য সব আইনের ক্ষেত্রে সরকারের এজেন্সি মানে- প্রশাসন, পুলিশ, দুদকসহ সকল দফতরের আইন জনগণের ওপর প্রয়োগ করে থাকি। এটি তথ্য অধিকার আইনের আকর্ষণীয় দিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাকের জেলা কমিটির সভাপতি বাঞ্চিতা চাকমা। এতে আরও বক্তদব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ঋশিকেশ শীল, জেলা শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদার এবং দুদকের সহকারী পরিচালক রাজু আহম্মেদসহ আরো অনেকে।
পরে অনুষ্ঠানে আগত অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।