
ছবি: আপন দেশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাঁশজানি সীমান্তে শূন্য রেখায় একটি গাছে সিসি ক্যামেরা লাগিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
তবে বিষয়টির কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
রোববার (০৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানী ঝাকুয়াটারী জামে মসজিদের সামনে একটি ইউক্যালিপটাস গাছে বিএসএফ সিসি ক্যামেরা স্থাপন করে। পরে সোমবার (১০ ফেব্রুয়ারিতে) সকালে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে তারা এর কড়া প্রতিবাদ জানায়।
এ নিয়ে বিজিবি ও বিএসএফ’র মধ্যে কয়েক দফা আলোচনা হলেও তারা ক্যামেরা খুলে নেয়নি।
স্থানীয়রা জানায়, সীমান্ত এলাকায় বিপুলসংখ্যক বিএসএফ সদস্য উপস্থিত রয়েছে। যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। এলাকাবাসী বিষয়টি নিয়ে সজাগ রয়েছেন। কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক রয়েছে তারা। এছাড়া সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
কুড়িগ্রাম- ২২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, শূন্য রেখায় সিসি ক্যামেরা লাগিয়েছে বিএসএফ। এর প্রতিবাদ জানিয়ে এবং সিসি ক্যামেরা খুলে নিতে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। এ ঘটনায় সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।