Apan Desh | আপন দেশ

বৈষম্যবিরোধী কমিটি নিয়ে বিক্ষোভ, বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:১২, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২০:১৬, ১০ ফেব্রুয়ারি ২০২৫

বৈষম্যবিরোধী কমিটি নিয়ে বিক্ষোভ, বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল বন্ধ

সিরাজগঞ্জে মহাসড়ক অবরোধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন একদল শিক্ষার্থী। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বরে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

তবে বিকেল সাড়ে ৪টা থেকে শিক্ষার্থীরা অবরোধ ছেড়ে দেয়। তখন উত্তরাঞ্চল থেকে ঢাকামুখি এবং ঢাকা থেকে উত্তরাঞ্চলমুখি যানবাহন সেতু পারাপার হয়। এর কিছুক্ষণ পরে পুনরায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে দুপাশে আবারও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুপাশে দীর্ঘ যানজট তৈরি হয় বলে জানায় সেতু কর্তৃপক্ষ।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করেছিল। এরপর ঘণ্টাখানেক বিরতি দিয়ে পুনরায় অবরোধ শুরু করেছে। এ কারণে মহাসড়কের দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। 

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেইসবুক পেইজে সিরাজগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে কেন্দ্রীয় কমিটির আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর করা এক চিঠিতে ২৮৪ সদস্যবিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটিতে সজীব সরকারকে আহবায়ক, মেহেদী হাসানকে সদস্যসচিব, ইকবাল হোসেন রিপনকে মুখ্য সংগঠক এবং টি এম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। এরপর থেকে কমিটি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এদিকে, কমিটি ঘোষণার পরদিন রোববার (০৯ ফেব্রুয়ারি) পদবঞ্চিত মুন্তাসির মেহেদী হাসানের নেতৃত্বে জেলা শহরে সংবাদ সন্মেলন করে তা বাতিলের দাবি জানানো হয়। তিনি অভিযোগ করে বলেন, ঘোষিত কমিটিতে ছাত্রলীগের নেতাকর্মীদের পদ দেয়া হয়েছে। অথচ আন্দোলনে ভূমিকা রাখা অনেকেই কমিটি থেকে বাদ পড়েছেন।

এরপর একই দাবিতে বিক্ষুব্ধরা সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বরে মহাসড়ক অবরোধ করেন। অপরদিকে, কমিটিকে স্বাগত জানিয়ে শহরে আনন্দ মিছিল ও সমাবেশ করেন নেতাকর্মীরা।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়