Apan Desh | আপন দেশ

মহানবীকে নিয়ে কটূক্তি, যুবকের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশিত: ২১:৩২, ১০ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২১:৩৯, ১০ ফেব্রুয়ারি ২০২৫

মহানবীকে নিয়ে কটূক্তি, যুবকের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

ছবি: আপন দেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ফেসবুকে মহান আল্লাহ ও তার প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করায় মিন সায়েদ কাউসার নামে এক যুবকের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসলমানরা।

 সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চৌরাস্তা বাজারের তেঁতুলিয়া-পঞ্চগড় সড়কে এ বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শত শত ধর্মপ্রাণ তৌহিদী জনতা অংশ গ্রহণ করেন। 

এ সময় অভিযুক্ত যুবককে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তারা। মিছিলটি শেষে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতে আমীর মাওলানা মো.আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক হবিবর রহমান, চৌরাস্তা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মো.মোখলেসুর রহমান, অ্যাডভোকেট আহসান হাবীব সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হযরত আলী, ওবায়দুর রহমান, ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ প্রমুখ। 

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সদর ইউনিয়ন সভাপতি জয়নাল আবেদীন, জামায়াতে ইসলামির শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো.জাহাঙ্গীর আলমসহ অনেক আলেম-উলামা।

বক্তারা বলেন, মিন সায়েদ কাউসার একজন স্বঘোষিত নাস্তিক। সে তেঁতুলিয়ার একটি সম্ভ্রান্ত পরিবারের ছেলে। কিন্তু ভালো ঘরের ছেলে হলেও মন্দের জন্ম হয়েছে। তবে তেঁতুলিয়ায় মুরতাদ, নাস্তিকের কোনো স্থান হবে না। এ নাস্তিক মহান আল্লাহ ও তার প্রিয় নবীকে কটূক্তি করে মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছে।

তারা আরও বলেন, দেশের এ প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা সরকারকে প্রশাসনের মাধ্যমে জানাতে চাই- স্ব-ঘোষিত এ নাস্তিককে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক। তাকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার নিশ্চিত করতে হবে। এসব নাস্তিকদের ওপর ভর করে পতিত ও স্বৈরাচারের প্রেত্মাতারা তেঁতুলিয়ার অশান্ত করার চেষ্টা করছে। তাদের পাতানো ফাঁদে পা দেয়া যাবে না। বক্তারা আগামী ২৪ ঘন্টার অভিযুক্ত যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আহবান জানান।

জানা যায়, মিন সায়েদ কাউসার নামের ওই যুবক উপজেলার সদর ইউনিয়নের খুনিয়াভিটা (কাজীপাড়া) এলাকার বীর মুক্তিযোদ্ধা কসিম উদ্দিনের ছেলে। রোববার (০৯ ফেব্রুয়ারি) রাতে একটি ফেসবুক পোস্টে ‘তোমার আল্লাহও ভন্ড, তার রাসুলও ভন্ড’ লিখে মন্তব্য করে। পরে তার ফেসবুক পোস্টে আবারও পোস্ট দেন। কমেন্ট ও পোস্টের পর থেকেই শুরু হয় সমালোচনা। অনেকে ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ জানায়।

তবে এ ঘটনায় ওই যুবকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আল্লাহ ও তার নবীকে নিয়ে যে কটূক্তি করতে পারে, সে কখনো মুসলিম হতে পারে না। আর এমন মানুষের সঙ্গে সম্পর্কটা না রাখা সবচেয়ে উত্তম। হোক সে রক্তের কেউ। তাই পরিবার সবাই মিন সায়েদ কাউসারকে আমাদের পরিবার থেকে চিরতরে ত্যাগ করলাম।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়