
সংগৃহীত ছবি
এক বছর বন্ধ থাকার পর আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে বান্দরবানের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ‘দেবতাকুম’। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে জেলা প্রশাসক শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয় সংক্রান্ত কোর কমিটির ১৬ জানুয়ারির সভার সিদ্ধান্ত ও রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের সুপারিশের ভিত্তিতে ১১ ফেব্রুয়ারি থেকে ‘দেবতাকুম’ পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো।
গত বছরের ফেব্রুয়ারিতে রুমা ও থানচি উপজেলায় দুটি ব্যাংকে অতর্কিত ডাকাতি চালায় কেএনএফ (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট) সদস্যরা। এরপর নিরাপত্তাজনিত কারণে প্রশাসন তিনটি উপজেলায় পর্যটন নিষেধাজ্ঞা জারি করে। ফলে দীর্ঘ এক বছর মুখ থুবড়ে পড়ে রোয়াংছড়ির পর্যটন খাত। ক্ষতিগ্রস্ত হন স্থানীয় পর্যটন গাইড, ক্ষুদ্র ব্যবসায়ী ও যানবাহন চালকরা।
আরও পড়ুন>>>সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার গ্রেফতার
নিষেধাজ্ঞা তুলে নেয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা। রোয়াংছড়ি পর্যটক গাইড সমিতির সভাপতি পলাশ তঞ্চঙ্গ্যা বলেন, দীর্ঘ এক বছর পর প্রশাসন দেবতাকুম উন্মুক্ত করেছে। এতে স্থানীয় ব্যবসায়ী ও গাইডদের মাঝে স্বস্তি ফিরেছে। আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, পর্যটকদের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশ মাঠে থাকবে। সাদা পোশাকে নিরাপত্তা সদস্যরাও সতর্ক অবস্থানে থাকবেন। প্রতিটি স্থানে হটলাইন নম্বর দেয়া হয়েছে। প্রয়োজনে কল দিলে দ্রুত পুলিশ পৌঁছে যাবে।
জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই দেবতাকুম উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা করছি, পর্যটকদের পদচারণায় এটি আবারও মুখরিত হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।