
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাঁশজানি সীমান্তে শূন্য রেখায় একটি গাছে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিতে সম্মতি জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানী সীমান্তে আলমগীর হোসেনের বাড়ির উঠানে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দেড় ঘন্টা স্থায়ী পতাকা বৈঠকে ক্যামেরাটি খুলে নিতে সম্মতি জানায় বিএসএফ।
বৈঠকে বাংরাদেশের পক্ষে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং ভারতের পক্ষে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন। পরে একই স্থানে বিজিবির দিয়াডাঙ্গা সীমান্ত ফাঁড়ির আয়োজনে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে রোববার (০৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ বাঁশজানী সীমান্তে আন্তর্জিাতীক সীমানা পিলার ৯ এস এর ৯৭৮ নম্বর সীমানা পিলারের পাশে শূণ্য রেখার একটি ইউক্যালিপটাস গাছে বিএসএফ সিসি ক্যামেরা স্থাপন করে। পরে সোমবার (১০ ফেব্রুয়ারিতে) সকালে স্থানীয়রা বিষয়টি বিজিবিকে জানালে তারা এর কড়া প্রতিবাদ জানায়।
এ নিয়ে বিজিবি ও বিএসএফ’র মধ্যে কয়েক দফা আলোচনা হলেও তারা ক্যামেরা খুলে নেয়ায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম-২২ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, বিজিবির জোরালো অবস্থানের কারণে ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার সিসি ক্যামেরাটি খুলে ফেলার বিষয় আমাদের আশ্বস্ত করেন। এছাড়া বৈঠকে জোড়া মসজিদ এলাকায় শূন্য লাইনে নির্মিত টিনের স্থাপনা খুলে ফেলতে এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরি না করাসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।