Apan Desh | আপন দেশ

থানার সামনে নেচে-গেয়ে টিকটক, আ.লীগ নেত্রী গ্রেফতার

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ২২:২১, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:২৬, ১১ ফেব্রুয়ারি ২০২৫

থানার সামনে নেচে-গেয়ে টিকটক, আ.লীগ নেত্রী গ্রেফতার

শিউলি আকতার

নাটোরের বড়াইগ্রাম থানার সামনে নেচে টিকটক ভিডিও বানানো আওয়ামী লীগ নেত্রী শিউলি আকতারকে গ্রেফতার করেছে পুলিশ। 

পরে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার (১০ ফেব্রুয়ারি) উপজেলার উত্তরপাড়ার বাসা থেকে ওই আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতার শিউলী বেগম বড়াইগ্রাম পৌরসভার ৪নং ওয়ার্ডর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তাকে উপজেলার মৌখড়া এলাকার একটি বিস্ফোরক ও নাশকতার মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে গ্রেফতার দেখানো হয়।

জানা যায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার উত্তরপাড়ার বাসা থেকে শিউলী বেগমকে আটক করে পুলিশ। সম্প্রতি থানা ভবনের সামনে ‘চোর-পুলিশের প্রেমে পড়েছে’গানে নেচে টিকটক ভিডিও বানান তিনি।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ওই আওয়ামী লীগ নেত্রীকে নাটোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান সুমনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, গত ১ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেত্রী শিউলি আকতারের বিরুদ্ধে নাশকতার মামলাটি দায়ের করেছিলেন আব্দুল মালেক নামে একব্যক্তি। 

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়