Apan Desh | আপন দেশ

বিএনপি নেতাকর্মীদের পেটালেন আ.লীগ নেতা

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৪, ১১ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপি নেতাকর্মীদের পেটালেন আ.লীগ নেতা

ফাইল ছবি

যশোর সদরের বড় হৈবতপুরে আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানের অনুসারীদের হামলায় আহত হয়েছেন চার বিএনপি নেতা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি রাজু (৪৪), ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সম্পাদক শামীম (৩৬), বিএনপি কর্মী জিয়া (৩৫) ও ৪ নম্বর ওয়ার্ড যুবদলের কোষাধক্ষ্য পাপ্পু।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানের বড় হৈবতপুর গ্রামে চাষের জমি রয়েছে। তিনি জোরপূর্বক গ্রামের অন্যদের জমির আইল কেটে নিজের জমিতে সেচের পানি দিতেন। মঙ্গলবার একইভাবে সেচ দেয়ার চেষ্টা করলে গ্রামবাসী বাধা দেয়।

এ সময় আনিসুর রহমান নিজ এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫০-৬০ জন লোক ডেকে আনেন। বিপরীতে বড় হৈবতপুরের লোকজনও সেখানে চলে আসে। যুবদল নেতা রাজু দুই পক্ষকে সমঝোতায় আনেন। কিন্তু ফেরার পথে আওয়ামী লীগ নেতা আনিসুরের নেতৃত্বে শফিক, তৌহিদ ও রমজানসহ কয়েকজন যুবদল কর্মীদের ওপর হামলা চালায়। এতে ৫ জন আহত হন। পরে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের মধ্যে চারজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মিঠুন কুমার জানান, আহতদের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। একজনের মাথায় গুরুতর ক্ষত পাওয়া গেছে। তাদের চিকিৎসা চলছে।

কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়