Apan Desh | আপন দেশ

অবশেষে সীমান্ত থেকে সিসি ক্যামেরা সরালো বিএসএফ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১১, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৫৬, ১২ ফেব্রুয়ারি ২০২৫

অবশেষে সীমান্ত থেকে সিসি ক্যামেরা সরালো বিএসএফ

সীমান্ত থেকে সিসি ক্যামেরা সরিয়ে নিচ্ছে বিএসএফ

অবশেষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূণ্য রেখায় স্থাপিত সিসি ক্যামেরাটি সরালো ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে ক্যামেরাটি খুলে নেয় বিএসএফ। ক্যামেরাটি খুলে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান।

এর আগে রোববার (০৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ বাঁশজানী সীমান্তে আন্তর্জিাতীক সীমানা পিলার ৯ এস এর ৯৭৮ নম্বর সীমানা পিলারের পাশে শূণ্য রেখার একটি ইউক্যালিপটাস গাছে বিএসএফ সিসি ক্যামেরা স্থাপন করে। 

এ ঘটানর পর থেকে বিজিবি জোরালো প্রতিবাদ জানিয়ে আসছিলো। বিষয়টি নিয়ে ১০ ফেব্রুয়ারী (সোমাবার) বিজিবি- বিএসএফের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও এর সুরাহা হয়নি।

আরো পড়ুন<<>>সীমান্তে বিএসএফ’র সিসি ক্যামেরা, খুলে নিতে বিজিবির চিঠি

পরে মঙ্গলবার (১১ ফেব্রয়াররি) বেলা ১১টায় ওই সীমান্ত বিজিবি- বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদে বিএসএফ ক্যামেরাটি অপসারন করতে সম্মতি প্রকাশ করে। এর পর রাত ১১টার দিকে সিসি ক্যামেরাটি সরিয়ে নেয় বিএসএফ।

বাঁশজানি গ্রামের বাসিন্দা শামীম হোসেন জানান, বিজিবি-বিএসএফের মদ্যে পতাকার বৈঠকের পর মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতেই বিএসএফ সিসিটিভি ক্যামেরা সরিয়ে নেয়। আমরা আমাদের স্থাপনাও সরিয়ে ফেলেছি।  

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, সিসিটিভি ক্যামেরা সরিয়ে নেয়ার পাশাপাশি শূন্যরেখার ১৫০ গজের মধ্যে পাকা স্থাপনা না করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া দুদেশের সীমান্তবর্তী মসজিদের জন্য দেয়া টিনের বেড়াও সরিয়ে নেয়া হয়েছে।

আপন দেশ/এমএস  

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়