Apan Desh | আপন দেশ

অপারেশন ডেভিল হান্ট: আ.লীগের নেতাকর্মীসহ আটক ১৩

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০২৫

অপারেশন ডেভিল হান্ট: আ.লীগের নেতাকর্মীসহ আটক ১৩

ছবি: আপন দেশ

অপারেশন ডেভিল হান্টের আওতায় চলমান যৌথ অভিযানে নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের নেতাকর্মী ও তালিকাভুক্ত সন্ত্রাসীসহ ১৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ ও যৌথবাহিনী। 

জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর থেকে নোয়াখালীর ৯ উপজেলায় অভিযান পরিচালনা করে আসছে যৌথবাহিনী। তার ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় সুধারাম থানা থেকে তিনজন, হাতিয়া থানা থেকে আটজন, কোম্পানীগঞ্জ থানা থেকে একজন এবং চাটখিল থানা থেকে একজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

এ অভিযানে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশ একযোগে কাজ করছে।  

অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটকদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার আসামি আওয়ামী লীগের নেতাকর্মী ও তালিকাভুক্ত সন্ত্রাসী রয়েছে। 

অস্ত্রধারী সন্ত্রাসী ও  অপরাধীদের গ্রেপ্তারের মাধ্যমে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়