
ছবি: আপন দেশ
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাহাদত হোসেন (৩৭) নামে এক যুবক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত ১৭ জন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ধনারচর গ্রামের আবুল হোসেন ও নুর ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালত ও থানায় উভয়পক্ষের পাল্টাপাল্টি একাধিক মামলা রয়েছে। ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে আবুল হোসেনের পক্ষে শতাধিক লোক সরিষা তুলে নিয়ে যাচ্ছিল।
এ নিয়ে নুর ইসলামের পক্ষের লোকজন ৯৯৯ ফোন দেয়। সত্যতা যাচাইয়ের জন্য এসআই খুকিন, কনষ্টেবল সোহেল ও রাশেদ ঘটনাস্থলে যান। এ সময় দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে গুরুতর আহত হন শাহাদত, রিতা, শেফালী, বাছিরন, রাবেয়া, মন্টু মিয়া ও শহিদুল। পরে তাদের উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে মারা যান শাহাদত হোসেন। এদিকে, পুলিশের সামনে সংঘর্ষের ঘটনায় এসআইসহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। তিন নারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।