
ছবি: আপন দেশ
পঞ্চগড়ে দুইটি ইটভাটাকে দুটি আইন লঙ্ঘনের জন্য দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা করা হয় জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই মাটি সংগ্রহের দায়ে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আটোয়ারী উপজেলার লক্ষীদ্বার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স কেএমআর ব্রিকস ও মেসার্স এসএবি ব্রিকস নামের দুটি ইটভাটায় জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাফিউল মাজলুবিন রহমান অভিযানে নেতৃত্ব দেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ১৫(১)(খ) ধারায় প্রতিটি ইটভাটাকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে পরিবেশ অধিদফতরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী জানান, বুধবার বিকেলে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটোয়ারী উপজেলায় লক্ষীদ্বার এলাকার মেসার্স কে এম আর ব্রিকস ও মেসার্স এস এ বি ব্রিকস নামের দুটি ইটভাটাকে অনুমোদন ব্যতীত ইট প্রস্তুত করতে মাটি সংগ্রহের দায়ে প্রত্যেককে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।