
ছবি : আপন দেশ
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহীদ বীর কাশেমকে হত্যাকারীদের বিচার, আওয়ামীলীগের বিচারসহ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে খাটিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে জেলা শহরের কলেজ মোড় থেকে খাটিয়া ঘাড়ে নিয়ে মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে শহরের শহীদ মিনার এলাকায় সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, সদস্য সচিব ফয়সাল আহমেদ, যুগ্ম আহবায়ক জাহিদ ও নাগরিক কমিটির লিমনসহ অন্যান্যরা।
আরো পড়ুন<<>>আ.লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার কফিন মিছিল
সমাবেশে শহীদ বীর কাশেমকে হত্যাকারীদের বিচার, ফ্যাসিস্ট আওয়ামীলীগের বিচার ও আওয়ামীলীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র নেতারা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।