Apan Desh | আপন দেশ

সাতক্ষীরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৯, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

সাতক্ষীরায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 

ছবি : আপন দেশ

সাতক্ষীরায় উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ‘সাতক্ষীরা কিন্ডারগার্টেন স্কুলে’ বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার  (১৩ ফেব্রুয়ারী ) সকাল ৯ টায়  জেলা স্টেডিয়ামে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা  উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক রফিকুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান শামসুজ্জামান।

সাতক্ষীরা কিন্ডারগার্টেন’র সিনিয়র শিক্ষক রাফিজা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্রীড়া পরিচালনা কমিটির চেয়ারপার্সন নাসরিন হাসান,  সিনিয়র শিক্ষক মো. আমিরুল ইসলাম, মাজহারুল ইসলাম, আবু মো. জাকারিয়া, সিরাজুল ইসলাম, শামীমা আক্তার, শামছুন্নাহার ফেরদৌস, সালমা জেসমিন, নাছিমা আক্তার, শহিদুল ইসলাম, দেবাশীষ দাস রিনা রানী রায়, প্রমুখ। 

এসময় সাতক্ষীরা কিন্ডারগার্টেন’র সকল পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, বিস্কুট দৌড়, মোড়গ লড়াই, লাফ দড়ি খেলাসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের  পৃথক গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়