
ছবি: আপন দেশ
সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সোনারমোড় মাছের আড়ৎ, মুন্সিগঞ্জ ও কৈখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে শ্যামনগর থানা পুলিশ।
গ্রেফতারদের মধ্যে অন্যতম গুমানতলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুর্ধর্ষ হাসিম সরদার। তিনি হত্যাসহ অন্তত ১৪ মামলার আসামি। দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
স্থানীয়রা জানান, তিনি ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হায়দারের প্রধান সহযোগী। নিজের বাহিনী গড়ে তুলে ঘের দখল, ভাড়াটে সন্ত্রাসী সরবরাহসহ নানা অপরাধে জড়িত ছিলেন।
গ্রেফতার হওয়া অন্য দুইজন হলেন- পশ্চিম কৈখালী আওয়ামী লীগ নেতা মো. রুহুল কুদ্দুস ওমুন্সিগঞ্জ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবুদ্দীন গাজী। তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।
আরও পড়ুন>>>ঘন কুয়াশায় কুষ্টিয়ায় দুই ট্রাকের সংঘর্ষ
শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবীর জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, হাসিম সরদারের গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরেছে। দীর্ঘদিন ধরে তিনি অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। সরকার পরিবর্তনের পরও তার কার্যক্রম থামেনি। বরং নিজের বাহিনী নিয়ে আরও সক্রিয় হন।
এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবীর। তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট’ চলবে। যাতে এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।