Apan Desh | আপন দেশ

গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৪১, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু

ফাইল ছবি।

ভোলার তজুমদ্দিন উপজেলায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন তজুমদ্দিন থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

নিহতরা হলেন- উপজেলার বালিয়াকান্দি গ্রামের মো. নয়ন (২৬) এবং বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার আমির হোসেন (২৭)। তারা পেশাদার গরু চোর বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ওই দুই যুবক ভূঁইয়া বাড়ির বাসিন্দা খালেকের গোয়ালঘরে গরু চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে গরুর মালিক চিৎকার দেন। তার চিৎকার শুনে বাড়ির ও আশাপাশের লোকজন বেরিয়ে নয়ন ও আমির হোসেনকে ধাওয়া করে আটক। পরে তাদের বেঁধে বেধড়ক গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ওই যুবকেরা মারা যান।

ওসি আরও বলেন, নয়ন ও আমির হোসেন গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়