Apan Desh | আপন দেশ

দীপংকর তালুকদার কলেজের নাম পাল্টে ‘বেতবুনিয়া কলেজ’

রাঙ্গামাটি প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৩৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

দীপংকর তালুকদার কলেজের নাম পাল্টে ‘বেতবুনিয়া কলেজ’

দীপঙ্কর তালুকদার কলেজ

রাঙ্গামাটির কাউখালি উপজেলার বেতবুনিয়ায় অবস্থিত দীপঙ্কর তালুকদার কলেজের নাম পরিবর্তন করে ‘বেতবুনিয়া কলেজ’ করা হয়েছে। 

রাঙ্গামাটি-২৯৯ আসনের সাবেক এমপি দীপংকর তালুকদারের নামে এ কলেজের নামকরণ ছিল এতোদিন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের নির্দেশে মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মুহাম্মদ রিজাউল করিমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জারিকৃত আদেশে বলা হয়, দীপংকর তালুকদার কলেজ নাম পরিবর্তন করে ‘বেতবুনিয়া কলেজ’নামকরণ অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বেতবুনিয়াসহ উপজেলাবাসী চাই সরকারি অর্থায়নে কোনো প্রতিষ্ঠান ব্যক্তির নামে হতে পারে না। সাধারণ মানুষের প্রাণের দাবি, দীপঙ্কর কলেজের নাম পরিবর্তন করে ‘বেতবুনিয়া কলেজ’ নামকরণ করা হোক।

আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করায় আমরা পুরো উপজেলাবাসী রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন করছি।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়