
ছবি: আপন দেশ
২০ বছর ধরে ব্যবহৃত একটি রাস্তার মাঝখানে ছাপড়া ঘর তুলে চলাচলে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। এতে যাতায়াতে অন্তত একশ পরিবারের মানুষ দুর্ভোগ পোহাচ্ছন।
এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের খড়বাড়িয়া কিন্ডারগার্টের উত্তরপাশের রাস্তায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন উপজেলার হরিপুর ইউনয়িনের কাতুলী গ্রামের জন রোজারিওর ছেলে কমল রোজারিও।
অভিযোগে জানা গেছে, খড়বাড়িয়া কিন্ডার গার্টেন স্কুলের উত্তরপাশে একটি সরকারি রাস্তা রয়েছে। এলাকাবাসীর চলাচলের স্বার্থে অন্তত ২০ বছর আগে রাস্তাটি করা হয়। নিজেরাই জমি দিয়ে রাস্তাটি করেন স্থানীয়রা। পরবর্তীতে বিভিন্ন সময় ওই রাস্তায় সরকারি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। সর্বশেষ দুই বছর আগে সরকারি প্রকল্প থেকে ৬ লাখ ৫৬ হাজার টাকার মাটির কাজের একটি প্রকল্প ওই রাস্তায় বাস্তবায়ন করা হয়।
কিন্তু এত বছর পর এসে রাস্তা সংলগ্ন জমির মালিক কমল রোজারিও রাস্তার ওপর একটি টিনের ছাপড়া ঘর তুলেন। এতে অন্তত ভাদড়া বেড়পাড়া গ্রামের অন্তত একশ পরিবারের মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। জমির মালিক বলেছেন আগে তিনি জমি দিয়েছিলেন রাস্তার জন্য। এখন তিনি দেবেন না। তাই ঘর তুলেছেন।
সুশীল গমেজ ও শেলী কস্তা বলেন, আমরা এখানে একসঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে যুগের পর যুগ বসবাস করে আসছি। হঠাৎ করে রাস্তার মাঝখানে ঘর তুলে আমাদের চলাচলে প্রতিবন্ধকতা তৈরি মেনে নেয়া যায় না। আমরা এর সমাধান চাই।
এ বিষয়ে অভিযুক্ত কমল রোজারিও বলেন, দেড় বছর আগে স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের নিয়ে বসেছিলাম। রাস্তার বেশির ভাগ অংশ আমার জমির ওপর দিয়ে। আমিতো সব জায়গা দিতে পারিনা। মানবিক বিবেচনায় এক দেড় ফিট দিতে পারি। পাশের জমির মালিক যদি দেয় আমিও দেবো। তাহলে এতদিন পর এসে রাস্তার উপর ঘর তুললেন কেন এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল বলেন, যদি লিখিত অভিযোগ দিয়ে থাকে, তাহলে তহশিলদারতে বলে হয়েছে। তিনি গিয়ে বিষয়টি দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাছের চৌধুরী বলেন, বিষয়টি সরজমিনে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য এসি ল্যান্ডকে বলা হয়েছে। আমি আবার বলে দিচ্ছি, যাতে তিনি বিষয়টি দেখেন।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।