
ফাইল ছবি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মসজিদের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মৃত আব্দুর রহিম বিপ্লব (২৮) একই ওয়ার্ডের ফজলুল হক চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এদিন দুপুরে বাড়ি থেকে বের হয় রহিম। আসরের নামাজের আযান দিতে ইমাম মসজিদে প্রবেশ করেন। এ সময় তিনি সিলিং ফ্যানের সঙ্গে বিপ্লবের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম বলেন,ভিকটিম মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিজ এলাকার মসজিদে সে গলায় মাফলার পেঁচিয়ে আত্মহত্যা করে।
মরদেহ ময়নাতদন্তের জন্য শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালী জেনারেল হাসাপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি জিডি নেয়া হয়েছে।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।