
ছবি: আপন দেশ
রাজশাহীর চারঘাটে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে চারঘাট থানার পাকিয়ানপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় একটি বিদেশি পিস্তল, তিনটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, ৮ রাউন্ড তাজা গুলি এবং হাতবোমা ও ককটেল তৈরির বিস্ফোরক উদ্ধার করা হয়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে র্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে ওই এলাকায় দীর্ঘদিন ধরে চরমপন্থী ও সন্ত্রাসীদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য ফেলে রাখা হয়েছে। পরে যৌথবাহিনীর একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় দেশি-বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সন্ত্রাসীরা ভবিষ্যতে নাশকতায় ব্যবহারের জন্য সংগ্রহ করেছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার সুযোগ দেব না। অভিযানের মাধ্যমে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর।
উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ অভিযান রাজশাহীসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা র্যাবের।
আপন দেশ/এমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।